Chairman Massage
ইয়ুথ টেলিভিশনের উদ্দেশ্য ও লক্ষ্য, তার দর্শ্কদের জন্য সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে আপডেট তথ্য প্রদান করা। দ্রুত তথ্য প্রদানের এই যাত্রায় ইয়ুথ টেলিভিশন সর্বদা নির্ভুল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে। বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতি অনুসরণ করে । ইয়ুথ টেলিভিশন দেশের মৌলিক মূল্যবোধ বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতি অঙ্গীকারবদ্ধ। এ ছাড়া দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলে ইয়ুথ টেলিভিশন। সর্বোচ্চ নৈতিক মানদণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ ইয়ুথ টেলিভিশন। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা আমাদের সততা বজায় রাখার জন্য আমাদের মূল মানগুলির মধ্যে রয়েছে। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা আমাদের সম্মানীত দর্শ্কদের কাছেও সম্পূর্ণ স্বচ্ছ। ইয়ুথ টেলিভিশন রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান নেয় কারণ কোনো রাজনৈতিক দল আমাদের প্রভাবিত করতে পারে না। এছাড়া ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্বে এটি নিরপেক্ষ থাকে যে কোন পরিস্থিতিতে। পরিণতি যাই হোক না কেন ইয়ুথ টেলিভিশন কখনোই জাতীয় স্বার্থ, মানবাধিকার, আইনের শাসন এবং তথ্য অধিকার আইনের স্বাধীনতার মতো বিষয়ে আপোষ করে না।সত্যতা যাচাই করন নীতি সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তথ্য-পরীক্ষাকে বিবেচনা করা হয়। ইয়ুথ টেলিভিশন তাদের অনুষ্ঠান বা কন্টেন্ট প্রচার করার আগে তথ্যগুলো কয়েকবার ক্রস চেক করে। দেশের প্রায় ৬৪টি জেলায় আমাদের আমাদের রয়েছে নিজস্ব প্ৰতিনিধি। সারাদেশে এই বিপুল সংখ্যক প্ৰতিনিধি ইয়ুথ টেলিভিশনকে বিভিন্ন প্রতিবেদন কভার করতে এবং যে কোনো প্রতিবেদন তৈরির সময় যেকোনো ঘটনার সংশ্লিষ্ট উভয় পক্ষের বক্তব্য নিতে সহায়তা করে। এছাড়া আমাদের প্রতিবেদকগণ প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও প্রশাসনের দেওয়া তথ্য ক্রস চেক করেন। সংশোধন নীতি ইয়ুথ টেলিভিশন সবসময় তার দর্শকদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে।